ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সিংহচলম মন্দিরে দেয়াল ধসে মৃত্যু হয়েছে আটজনের। ওই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল ভোরে সিংহচলম মন্দিরে চন্দনোৎসব চলাকালীন হঠাৎ করে ২০ ফুট দীর্ঘ একটি নির্মাণাধীন সিমেন্টের দেয়াল ধসে পড়ে। আর তাতে এ হতাহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, পুণ্যার্থীরা যখন ওই মন্দিরে বিশেষ দর্শনের জন্য ৩০০ রুপির টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে ছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে। মাত্র তিন সপ্তাহ আগে ওই দেয়ালটি নির্মাণ করা হয়েছিল।-কলকাতা প্রতিনিধি
জানা গেছে, ওই উৎসবে আগত ভক্তদের থাকা, বিশ্রাম নেওয়াসহ সব কিছুর জন্য মন্দির চত্বরে কিছু অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছিল। এরই মধ্যে গতকাল ভোরের দিকে ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর ফলে ওই অস্থায়ী প্যান্ডেলগুলো ওই নির্মাণাধীন দেওয়ালের ওপর পড়ার পর সেই দেয়ালটি ভক্তদের ওপর ধসে পড়ে।
কর্ণাটক রাজ্য সরকারের এন্ডাউমেন্ট দপ্তরের প্রধান সচিব বিনয় চ্যান জানান, প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এটি হয়েছে। কারণ, বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে, সেসঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। এর ফলে মাটি আলগা হয়ে অস্থায়ী প্যান্ডেল ওই দেয়ালের ওপর পড়লে সেটি ধসে পড়ে। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছে যায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে আহত পুণ্যার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ এবং ত্রাণ বাস্তবায়ন ব্যবস্থা খতিয়ে দেখেন অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্র ও দুর্যোগ মোকাবিলা মন্ত্রণালয়ের মন্ত্রী অনিতা বঙ্গলাপুদি।