ওয়াক্ফ আইনকে ইস্যু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বিভেদের রাজনীতি থেকে ফায়দা হাসিলের জন্যই এই দাঙ্গা বাধিয়েছিল। মমতা শনিবার রাতে চারপাতার খোলা চিঠিতে আরও বলেছেন, বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএস-ও আছে। রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারা আছে। তিনি বলেন, দয়া করে ওদের বিশ্বাস করবেন না। ওরা দাঙ্গা বাধাতে চায়। দাঙ্গায় সবার ক্ষতি হয়। আমরা সবাইকে ভালোবাসি। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা দাঙ্গার নিন্দা করি, আমরা দাঙ্গার বিরুদ্ধে। ওরা সংকীর্ণ নির্বাচনি রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়।
মমতা উল্লেখ করেন, আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে রাম নবমীর দিনটিকেই বেছে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গে রাম নবমী উদ্যাপন হয় খুবই শান্তিপূর্ণভাবে। এরপরই ওরা ওয়াক্ফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে সংঘটিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চেয়েছে।
তিনি আরও জানান, যারা দাঙ্গার জন্ম দেয়, তারা বাইরে থেকে আসে এবং দাঙ্গা বাধিয়ে পালায়। ভিতর থেকে আমাদেরই লড়তে হবে তাদের খারাপ কাজের বিরুদ্ধে। আমরা একত্রে বাঁচব, লড়ব এবং জিতব। বাইরে থেকে এসে যে লোকগুলো সাম্প্রদায়িক উত্তেজনার জন্ম দেয় এবং সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশে দাঙ্গার জন্ম দেয় তাদের কেউ বিশ্বাস করবেন না। ওদের একমাত্র উদ্দেশ্য মূল্যবৃদ্ধি, ওষুধের দাম বাড়ানো, হাসপাতালের খরচ এবং বিমার ব্যয় বাড়ানো, পেট্রল-ডিজেল-রান্নার গ্যাসের মূল্য বাড়িয়ে যাওয়া। জীবনের এই জ্বলন্ত সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি ঘোরানোই ওদের লক্ষ্য, তাই তারা বিভেদকামী প্রচারের আগুন জ্বালাতে চায়।