মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক চাপানোর পরিকল্পনা করেও শেষ পর্যন্ত পিছু হটল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্কযুদ্ধ এড়াতে আপাতত দর কষাকষির দরজা খোলা রাখতে চাইছে তারা।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায়। যদিও এর আগে মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় কমিশন। সংবাদ সংস্থা রয়টার্সের হাতে ইউরোপীয় কমিশনের প্রস্তাব-সংক্রান্ত কিছু নথি আসে। ওই নথির ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো মার্কিন পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্কের সিদ্ধান্তে সিলমোহর দিতে পারে। হিরে, সসেজ, বাদাম, সয়াবিনসহ বিবিধ পণ্যের ওপর শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটল তারা। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যপ্রধান মার্কোস সেফকোভিক জানান, ইউরোপীয় ইউনিয়ন ভীষণভাবে আলোচনার পক্ষে। তবে অনন্তকাল অপেক্ষা করা হবে না, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি। আলজাজিরা