জাপান গতকাল তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের বিরুদ্ধে লড়াই করছে। এটি কয়েকটি দাবানলের মধ্যে একটি। দাবানলের কারণে একজন নিহত হয়েছেন এবং ১ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বুধবার আগুন লাগার পর থেকে ইওয়াতে অঞ্চলের উত্তরাঞ্চলের ওফুনাতো বনে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমিজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থার এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, আমরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছি। তবে হোক্কাইডোর কুশিরোতে ১৯৯২ সালের দাবানলের পর এটিই সবচেয়ে বড় দাবানল। সেই আগুনে ১ হাজার ৩০ হেক্টর জমি পুড়ে ছিল, যা পূর্ববর্তী রেকর্ড। -এএফপি