সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিজ দেশের মানুষের ওপর কতটা নির্মমতা-বর্বরতা চালিয়েছেন সেগুলো সামনে আসছে ধীরে ধীরে। এর মধ্যে জানা গেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠের মেজ্জাজের একটি সামরিক বিমানবন্দরে ১ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। যার মধ্যে অনেকে নির্যাতন সইতে না পেরে মারা গেছেন। অনেককে গুলি করে মারা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স গতকাল এক প্রতিবেতনে জানিয়েছে, ভয়াবহ এ গণহত্যার একটি প্রতিবেদন প্রকাশ করবে দেশটির নতুন সরকার। সেখানে সাতটি গণকবরে শায়িত মানুষের মৃত্যুর কারণ অনুসন্ধান করার ব্যাপারে তথ্য আছে। বার্তাসংস্থাটি বলেছে, আনুষ্ঠানিক প্রকাশের আগে তাদের কাছে প্রতিবেদনটি দিয়েছে সিরিয়ার বিচার ও জবাবদিহি কেন্দ্র। তারা বলেছে, বেঁচে ফেরাদের সাক্ষ্য, স্যাটেলাইটের ছবি ও সামরিক বিমানবন্দরে তোলা ছবি যাচাই-বাচাই করে এ গণকবরগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে। গণকবরের কয়েকটি বিমানবন্দরের ভিতরে অবস্থিত। বাকিগুলোর অবস্থান দামেস্কের অন্যান্য জায়গায়। তবে রয়টার্স এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে, সিরীয় এক কর্নেল বলেছেন, বিমানবন্দরে ১ হাজার জনের মৃত্যুর বিষয়টি তাকে অবাক করেনি।