সৌদি আরবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এক সপ্তাহে দেশটিতে ২১ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য ১৩ হাজার ২০২, সীমান্ত আইনের জন্য ৪ হাজার ৯১১ ও শ্রম আইন লঙ্ঘনের জন্য ৩ হাজার ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে কর্তৃপক্ষ অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারী ১ হাজার ৩৭৬ জনকে আটক করেছে, যার মধ্যে বেশিরভাগই ইথিওপিয়া (৫৮ শতাংশ) এবং ইয়েমেন (৪০ শতাংশ) থেকে এসেছেন। তাছাড়া অবৈধভাবে সীমান্ত দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য ৮৬ জনকে আটক করা হয়। অবৈধ অভিবাসন নেটওয়ার্ক দমনের প্রচেষ্টা জোরদার করেছে সৌদি সরকার। -এএফপি
অবৈধদের পরিবহন, আশ্রয় বা নিয়োগের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে।
বর্তমানে সৌদিতে প্রায় চার হাজার ৩০০ নারীসহ ৪০ হাজার ৫০০ জনেরও বেশি প্রবাসী আইনি প্রক্রিয়াধীন অবস্থায় আটক রয়েছেন।