ইন্দোনেশিয়া সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ‘জাতীয় বীরের’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে দেশটির ‘জাতীয় বীরের’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যদিও তাতে মানবাধিকার রেকর্ড নিয়ে মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদদের আপত্তি ছিল।
প্রেসিডেন্টের সামরিক সচিব কর্তৃক পঠিত এক ডিক্রিতে, দেশের জাতীয় বীরদের তালিকায় যুক্ত হওয়া ১০ জনের মধ্যে সুহার্তোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সুহার্তোর সাবেক জামাতা ও প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জাতীয় বীর দিবসের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
১৯৪৫ সালে নেদারল্যান্ডস এবং জাপানের কাছ থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। তিন দশকেরও বেশি সময় ধরে ইন্দোনেশিয়া শাসন করা সুহার্তো ১৯৯৮ সালে অর্থনৈতিক সংকটের সময় গণবিক্ষোভ এবং মারাত্মক দাঙ্গার মুখে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। ২০০৬ সালে ৮৬ বছর বয়সে তিনি মারা যান।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত