ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান শান্তি ও নিরাপত্তা চায়, কিন্তু চাপে নতি স্বীকার করবে না। আমরা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে কোনো জবরদস্তি ও অবৈধ চাপের মুখে সরে আসবে না। এই কথা জানিয়েছে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম।
পেজেশকিয়ান বলেন, আমরা আন্তর্জাতিক কাঠামোর অধীনে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু সে আলোচনা এই শর্তে নয় যে তারা বলবে — আপনি বিজ্ঞান বা আত্মরক্ষার অধিকার রাখতে পারবেন না, নয়তো আমরা আপনাকে বোমা মারব।
তিনি জোর দিয়ে বলেন, ইরান এই পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার সাথে বাঁচতে চায়, কিন্তু অপমানিত হয়ে নয়; কেউ যেন আমাদের ওপর যা খুশি চাপিয়ে দিতে পারে এবং আমরা কেবল তাদের সেবা করব — সেটা গ্রহণযোগ্য নয়।
প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, দেশটি দীর্ঘদিন ধরে নিজের আত্মরক্ষামূলক সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার ধারণা প্রত্যাখ্যান করে আসছে।
তিনি সরাসরি অভিযোগ করে উল্লেখ করেন, তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে, অথচ আমাদের আত্মরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র রাখতে বারণ করে; তারপর যখন ইচ্ছা তারা আমাদের ওপর বোমা ফেলে।
এর আগে, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার অনুরোধ করছে। সূত্র: আল-আরাবিয়া।
বিডি-প্রতিদিন/শআ