আফগানিস্তানে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানায়, শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ০৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৮০ কিলোমিটার।
তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত মঙ্গলবার ভোরে আফগানিস্তানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এছাড়াও, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় উত্তর আফগানিস্তানে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা চতুর্থ ভূমিকম্প এবং ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প।
সূত্র: ইকোনমিক টাইমস
বিডি প্রতিদিন/নাজিম