ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন পুণ্যার্থী, আহত হয়েছেন অন্তত ৪০ জন। গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার নবাব-হাট ফাগুপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হুগলি জেলার তারকেশ্বর থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল অভিমুখে পুণ্যার্থী বোঝাই একটি বাস যাচ্ছিল। আনুমানিক সকাল ৭টার দিকে ফাগুপুর এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা ১১ জনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে অনেককে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন, সবাই বিহারের বাসিন্দা। গঙ্গা স্নান ও পূজা শেষে ফেরার সময়েই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও জাতীয় সড়কে ট্রাকগুলো বিপদজনকভাবে দাঁড়িয়ে থাকে এবং পুলিশ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয় না। দুর্ঘটনার সময়ও এমন একটি ট্রাক দাঁড়িয়ে ছিল, যা এই প্রাণহানির মূল কারণ বলে দাবি করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক