এক বছরের বেশি সময় পর কনসার্টে ফিরল ‘অড সিগনেচার’ ব্যান্ড। বৃহস্পতিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’ শিরোনামে নিজেদের নতুন-পুরনো গানে দর্শকদের মাতিয়েছে দলটি।
কনসার্টে ফেরার উপলক্ষটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত ভোকাল আহাসান তানভীর পিয়ালকে। কনসার্টের শুরু হয় ‘উৎসবের গান’ শিরোনামের নতুন গান দিয়ে। এরপর দর্শকরা শুনেছেন ‘মন্দ’, ‘দুঃস্বপ্ন’, 'হোক আবার', ‘জগৎ মঞ্চ’, ‘প্রস্তাব’, ‘ঘুম’, ‘তুমিও পারো’, ‘মিলে একসাথে’ সহ প্রায় ১২টি গান। পিয়ালকে স্মরণ করে নতুন আয়োজনে পরিবেশিত হয় তাদের জনপ্রিয় গান ‘আমার দেহখান’।
গত বছরের মে মাসে সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান পিয়াল। আহত হন ব্যান্ডের কয়েক সদস্য। এরপর কার্যক্রম থমকে যায় তাদের। এ কনসার্ট দিয়ে প্রায় দেড় বছর পর মঞ্চে ফিরেছে দলটি। নতুন অ্যালবামের ঘোষণাও দিয়েছে তারা।
অড সিগনেচার মঞ্চে ওঠার আগে তাদের স্বাগত জানিয়ে একে একে পারফর্ম করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন, অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান, ডাস্ক অ্যান্ড ডওনের ইয়াকিন,মেঘদলের শিবু কুমার, শিরোনামহীনের শেখ ইশতিয়াক, এ কে রাহুল, অন্তিক মাহমুদসহ সংগীত অঙ্গনের অনেকে। প্রত্যেক শিল্পীই মঞ্চে উঠে গেয়ে শুনিয়েছেন তাদের জনপ্রিয় দু-একটি গান।
কনসার্টের আয়োজন করেছে প্রাইম ওয়েব কমিউনিকেশন। ২০১৭ সালে আত্মপ্রকাশের পর ব্যান্ড ‘অড সিগনেচার’ খুব অল্প সময়েই গল্পভিত্তিক গানের কারণে তরুণদের কাছে জনপ্রিয়তা পায়। অড সিগনেচারের বর্তমান লাইনআপে রয়েছে মুনতাসীর রাকিব, অমিতাভ, সাকিন, আকিব, নীল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ