ইসরায়েলের বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ-৩’অভিযান চালাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি।
তিনি বলেছেন, “ইসরায়েল যদি আবার কোনও ধৃষ্টতা দেখায়, তাহলে ইরান ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানের মতো আরেকটি দাঁত-ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।”
সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তার ভাষায়, “জায়োনিস্ট শাসনব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।”
নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আবদুর রহিম মুসাভি বলেন, “তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে, তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী, তাই যেকোনও ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়।”
আর যদি ‘তারা আবার একটি ‘ট্রু প্রমিজ’ হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাহলে আমরাও উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি’, যোগ করেন তিনি।
ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন ট্রু প্রমিজ-ওয়ান’ এবং ‘অপারেশন ট্রু প্রমিজ-টু’ চালায়। যা ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান।
ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হানে ইরান। সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/একেএ