ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি-অনুমোদিত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দেশটির রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে মার্কিন হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
হুথি জানিয়েছে, এই হামলায় ভবন এবং ব্যক্তিগত বাণিজ্যিক দোকানগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল সর্বশেষ হামলার ধ্বংসস্তূপে আটকা পড়া ভুক্তভোগীদের উদ্ধারে কাজ করছে।
চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় সামরিক অভিযান শুরু করে। তখন থেকেই অনেক লোক নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, লোহিত সাগরে হামলা বন্ধ না করা পর্যন্ত হুথিবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। আর হুথি বলছে, ইসরায়েল গাজা আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগর ও আশপাশের এলাকায় হামলা অব্যাহত রাখবে।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল