সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন আলমগীর হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ার ডিএমডি এবং করপোরেট ও বৃহৎ ঋণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি রিটেইল, সিএমএসএমই, করপোরেট ব্যাংকিং এবং বৈদেশিক বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা অর্জন করেছেন। হোসেন ১৯৯৭ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্যাংক এশিয়ায় যোগদান করেন। উভয় ব্যাংকেই তিনি শাখা, ব্যবসায়িক বিভাগ এবং কর্পোরেট অফিসে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংক এশিয়ার গুরুত্বপূর্ণ শাখাসমূহ সফলভাবে পরিচালনার পাশাপাশি, জনাব হোসেন ব্যাংক এশিয়ার কর্পোরেট ব্যবসার নেতৃত্ব দেন এবং ব্যাংকের প্রবৃদ্ধি ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্যাংক এশিয়ায় ব্যবসায়িক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ, তিনি অনেকবার ‘দ্য সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ লাভ করেন।
জনাব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন।