দেশে শিক্ষিত বেকারের হার বেড়ে যাওয়ার পাশাপাশি শহরাঞ্চলের কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের অংশগ্রহণ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
গতকাল ঢাকা সফররত আইএমএফের প্রতিনিধিদল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাতীয় দক্ষতা উন্নয়ন অথরিটির সঙ্গে বৈঠকে তারা এ উদ্বেগ প্রকাশ করে। এ সময় নারী শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি কমে যাওয়ার কারণও জানতে চাওয়া হয়। একই সঙ্গে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাওয়া কর্মুমখী শিক্ষার দিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। এজন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া শুধু গার্মেন্ট নির্ভর না হয়ে বহুমুখী কর্মসংস্থানের দিকে নজর দিতে এবং দেশের শ্রমবাজারে গুণগত কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেয় তারা। অর্থবিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। ঢাকা সফরের দ্বিতীয় দিন হিসাবে গতকালও ব্যস্ত সময় পার করেছে প্রতিনিধি দলটি। জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি ও সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনায় ঢাকা সফর করছে সংস্থাটির এ প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর। অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি ও বাজেট শাখার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কয়েকটি শাখার সঙ্গে বৈঠক করবে তারা।
বাজেট শাখার বৈঠকে সার্বিক বাজেট বাস্তবায়নের তথ্য উপস্থাপন করা হবে। বকেয়া ভর্তুকি পরিস্থিতি এবং ভর্তুকি কমানোর পাশাপাশি রেমিট্যান্সের বিপরীতে দেওয়া প্রণোদনা কমিয়ে আনার পরিকল্পনার বিষয়টি নিয়েও পর্যালোচনা হবে। ১৩ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে তারা।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        