রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝআইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফরিদপুর হয়ে মাগুরা জেলার রেললাইন স্থাপনের কাজ চলছে। এ রেললাইনের আওতায় যাবে কবির বাড়ির ওপর দিয়ে নতুন রেললাইন। গতকাল সরেজমিন কবির বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় কবির বাড়ি রক্ষা করে অন্য সাইট দিয়ে রেললাইন নেওয়ার দাবি করছে কবির পরিবার। এ বাড়িটি যাতে রক্ষা হয় সে বিষয় তার পরিবারের সদস্যদের জানান তিনি। এরপর দুপুর ১২টার দিকে আসন্ন দুর্গাপূজা যাতে নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণ হয় সে জন্য শহরের পারলা এলাকায় অবস্থিত সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও তিনি জানান। এ সময় প্রেস সচিবের সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।