রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ভ্যানচালক প্রদীপ লাল রবিদাসের ছেলে দুলাল রবিদাসকে গ্রাম পুলিশের চাকরি দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম নিজ কার্যালয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
চাকরি পেয়ে উপজেলার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুলাল রবিদাস। তিনি বলেন, চাকরি পেয়ে আমি এবং আমার পরিবার খুশি। ছোটভাই বোন মাকে নিয়ে সংসার চালাতে পারব। বাবা হারানো কষ্ট এখনো বয়ে বেড়াচ্ছি। এই কষ্ট কখনো শেষ হবে না।
স্থানীয়রা জানান, দুলাল কুমার দীর্ঘদিন ধরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নানা কষ্টে সংসার চালাচ্ছিলেন। গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে তাদের মারধর করে স্থানীয়রা। ওই রাতে স্থানীয়রা কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রুপলাল রবিদাসকে ভ্যান চোর সন্দেহে মারধর করে। একপর্যায়ে গণপিটুনিতে মারা যান তারা।
নিহত প্রদীপ ছিলেন রুপলালের ভাগনি জামাই। মানবিক বিবেচনায় প্রশাসন প্রদীপের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া প্রদীপ লালের ছেলেক গ্রাম পুলিশের মহল্লাদার পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, গণপিটুনির ঘটনায় এক নিরপরাধ পরিবারের জীবনে যে বিপর্যয় নেমে এসেছিল, তা কাটিয়ে উঠতে এমন উদ্যাগ নেওয়া হয়েছে। আশা করি দুলাল সততার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/কামাল