ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে বিরাট সাফল্য অর্জন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সুসংহত চেকপোস্ট (আইসিপি) থেকে স্বর্ণ পাচারের চেষ্টা রুখে বিএসএফ-এর ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা ২.৪৫ কোটি রুপি মূল্যের স্বর্ণ জব্দ করেছে।
বিএসএফ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গতকাল সোমবার বিকেলে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফের জওয়ানরা বাংলাদেশের বেনাপোল থেকে ভারতে প্রবেশকারী একটি খালি ট্রাক আটক করে। তল্লাশির সময় গাড়ি থেকে দুটি লুকানো সবুজ প্যাকেট উদ্ধার করা হয়, যার মধ্যে বিভিন্ন আকৃতির আটটি স্বর্ণ ছিল।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৯৭৪.৫৪০ গ্রাম, যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৭৩ রুপি। জিজ্ঞাসাবাদের সময়, আটক ভারতীয় ব্যক্তি জানান, অর্থের লোভে তিনি এই ট্রাকে সীমান্ত পারাপারের জন্য স্বর্ণ পরিবহন করতে রাজি হয়েছিলেন।
আটককৃত ব্যক্তি, জব্দকৃত স্বর্ণ এবং ট্রাকটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল