জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অন্যান্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২ নভেম্বর দেওয়া হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ ট্রাইব্যুনালে ইনুকে এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এর আগে, ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছিল। দুই পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ট্রাইব্যুনালে আজ একমাত্র আসামি ইনুকে উপস্থিত রাখা হয়।
একই দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ হবে। হানিফের সঙ্গে অন্যান্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তবে, এই চার আসামিও বর্তমানে পলাতক।
তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অব্যাহতির আবেদন করেন। এর আগে রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছিল। দুই পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২ নভেম্বর হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল