শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তফসিলভুক্ত করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছে নিবন্ধনপ্রত্যাশী দলটি। একই সঙ্গে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে তারা। এ ছাড়া বর্তমান ইসির অনেকে একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ তুলে সংসদ নির্বাচনের আগে ইসি পুনর্গঠনও চায় দলটি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবিনামা পেশ করে এনসিপির প্রতিনিধি দল। পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এ প্রতিনিধি দলে আরও ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। বেলা ১১টা থেকে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এনসিপির এ বৈঠকে ইসির পক্ষে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ। জানা যায়, বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের ১১৫টি প্রতীক সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে। সেই বিধিমালার খসড়া বর্তমানে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে।
বৈঠকের পর এক ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। এটা স্ট্রেট ফরোয়ার্ড। আগের আইনটা পরিবর্তন করতে হবে। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী ইসিসহ সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ভালো কাজের পরিচয় দিয়েছে- তাদের রাখা যেতে পারে। অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, ‘শাপলা ছাড়া কোনো বিকল্প নেই’। শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকাকে প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি। প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ পদ্ধতির অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। নিবন্ধন প্রত্যাশী এনসিপি ২২ জুন দলীয় প্রতীক হিসেবে শাপলার জন্য আবেদন করে। পাশাপাশি কলম ও মোবাইল প্রতীকের কথাও তারা জানায়। এর আগে নিবন্ধিত নাগরিক ঐক্য ১৭ জুন তাদের মার্কা কেটলির পরিবর্তে শাপলা চেয়ে আবেদন করে। কিন্তু শাপলা জাতীয় প্রতীক, এই বিবেচনায় নির্বাচন কমিশন তা নির্বাচনি প্রতীকের তফসিলে রাখেনি।