গল টেস্টের চার দিন শেষ। এখনো দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস বাকি। পঞ্চম ও শেষ দিন আজ। চতুর্থ দিন শেষে টেস্টের যে চিত্র, তাতে বলা যায় ড্রয়ের পথে এগোচ্ছে টেস্ট। অবশ্য মিরাকল কিছু যদি না ঘটে তাহলে শেষ পর্যন্ত ড্রয়েই শেষ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। গতকাল চতুর্থ দিন শেষে টাইগার অফ স্পিনার নাঈম হাসানের ‘ফাইফার’ ও অধিনায়ক নাজমুল হোসেনের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৭৭ রান তুলে দিন পার করেছে। ১৮৭ রানে এগিয়ে থেকে হাতে ৭ উইকেট নিয়ে আজ শেষ দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। এ টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র (২০২৫-২০২৭) শুরু হয়েছে বাংলাদেশের। একইভাবে চতুর্থ টেস্ট চক্র শুরু হয়েছে স্বাগতক শ্রীলঙ্কারও। ভারত মহাসাগর লাগোয়া দুর্গনগরী গলে সিরিজের প্রথম টেস্ট চলছে। বৃষ্টি বাধায় পড়েছে শুধু দ্বিতীয় দিন। বাকি তিন দিনই খেলা হয়েছে নির্বিঘ্নে। চার দিনেই ব্যাটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। তারপরও গতকাল আলো ছড়িয়েছেন নাজমুল বাহিনীর দীর্ঘদেহী অফ স্পিনার নাঈম। ক্যারিয়ারে ১৩ টেস্ট খেলেছেন। ২০১৯ সালে প্রতিবেশী ভারতের কলকাতার ‘নন্দনকানন’ ইডেনে গোলাপি বলের টেস্ট একাদশে ছিলেন নাঈম। কিন্তু মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে আর খেলতে পারেননি। তাই বোলিংও করা হয়নি। গতকাল দেশের বাইরে প্রথম বোলিং করেই বাজিমাত করেন। লঙ্কান ব্যাটারদের একে একে সাজঘরে ফিরিয়ে ৫ উইকেট নেন। যা তার ক্যারিয়ারে চারবার ৫ বা ততোধিক উইকেট। শুষ্ক উইকেটে তার ঘূর্ণি বোলিংয়ে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে খেলতে নেমে ৪৮৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশ এগিয়ে যায় ১০ রানে। দেশের বাইরে এ নিয়ে অষ্টমবার প্রথম ইনিংসে লিড নিয়েছে টাইগাররা এবং প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে। আগের সাতবারে ৩টি করে টেস্ট জিতেছে ও হেরেছে। ড্র একটি। নাজমুল বাহিনী দিন শেষ করে ৩ উইকেটে ১৭৭ রান তুলে। অধিনায়ক নাজমুল ব্যাট করছেন ৫৬ রানে। প্রথম ইনিংসে খেলেছিলেন ১৪৮ রানের ইনিংস। প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিমও অপরাজিত ২২ রানে। প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ হয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে শূন্যের পর গতকাল আউট হন ৪ রানে। মুমিনুল ১৪ রান করেন। তবে আলোকিত ব্যাটিং করেন বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম। মিলিন্দ রত্নায়েকের বলে লেগ বিফোর হওয়ার আগে সাদমান ৭৬ রানের ইনিংস খেলেন ১২১ বলে ৭ চারে।
শিরোনাম
- সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করল এনসিপি
- যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের রেকর্ড
- উগান্ডার সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি: অর্থনৈতিক চাপ, শুল্ক ছাড় ও বিতর্কের নেপথ্য কাহিনি
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু
- দাপট পিটিয়ে মারা চক্রের
- বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার
- বিভ্রান্ত যাত্রী ককপিটে, তারপর যা ঘটল...
- মায়ের মৃত্যু সংবাদে স্ট্রোক করে প্রাণ হারাল ছেলে
- হত্যা মামলায় কারাগারে জাবির সাবেক সহকারী প্রক্টর জনি
- হোয়াটসঅ্যাপে ‘বিয়ের দাওয়াত’ ফাঁদে দুই লাখ রুপি হারালেন সরকারি কর্মকর্তা
- সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজারকে আইনি সহায়তা
- যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িক বন্ধ করছে ভারত
- দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে সম্মত জাপান-দক্ষিণ কোরিয়া
- রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মেনন
- ঢাকায় জনদুর্ভোগ এড়াতে সমাবেশের জন্য ৯১ স্থান প্রস্তাব ডিএমপির
- নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
- সোমবারের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আশঙ্কা
- আবদুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক
- নাফনদী থেকে ট্রলারসহ ১২ জেলে অপহৃত, অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে
- তিন দিনের মাথায় আবারও বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর