কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয় ও খুচরা বাজারে বিনিয়োগ চাহিদায় বিশ্ববাজারে বেড়ে চলেছে সোনার দাম।
বিশ্লেষকরা বলছেন, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংক সুদহার কামানোর সম্ভাবনা রয়েছে। তখন হলুদ ধাতুর চাহিদা আরো বাড়বে। ফলে আগেভাগেই অনেকে সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন।
বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল বুধবার বিশ্ববাজারে সোনার দাম ০.৫৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় তিন হাজার ৩৬৬ ডলার। এ ছাড়া এ বছর আট মাসে সোনার দাম বেড়েছে ২৮.২৩ শতাংশ। সামনে দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) এক জরিপে বলা হয়েছে ৯৫ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ১২ মাসে সোনার মজুদ বাড়াবে তারা। বছরের দ্বিতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুদ বাড়িয়েছে ১৬৬ টন।
ডব্লিউজিসির চীনের গবেষণা প্রধান রায় জিয়া বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত ক্রয়ের কারণে হলুদ ধাতুর মূল্যবৃদ্ধি অব্যাহত থাকবে। কারণ এর ফলে খুচরা ব্যবসায়ীরাও সোনায় বিনিয়োগ বাড়াবেন।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের বিকল্প হিসেবে সোনা ক্রয় বাড়াচ্ছে। রিজার্ভ বৃদ্ধির এই বৈচিত্র্যায়ণ অব্যাহত থাকবে। আমি মনে করি, এই প্রবণতা সামনের দিনগুলোতেও থাকবে, খুব দ্রুত পরিবর্তন হবে না।’ ডব্লিউজিসি বলছে, পুরো বছরের হিসাবে কেন্দ্রীয় ব্যাংকগুলো ৬০০ থেকে ৭০০ টন সোনা ক্রয় করবে।
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের মাঝেই রাষ্ট্রীয় রিজার্ভে ডলার কমিয়ে সোনার মজুদ বাড়াচ্ছে চীন। এতে বিশ্বজুড়েই সোনার বিনিয়োগ চাহিদা বাড়ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ জানায়, গত জুলাই মাস শেষে চীনের সরকারি সোনার মজুদ বেড়ে হয়েছে ৭৩.৯৬ মিলিয়ন আউন্স, যেখানে এক মাস আগে ছিল ৭৩.৯ মিলিয়ন আউন্স। এতে টানা ৯ মাস সোনার মজুদ বৃদ্ধি অব্যাহত রয়েছে।
গোল্ডেন ক্রেডিট রেটিং ইন্টারন্যাশনালের প্রধান সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষক ওয়াং কুইংগ বলেন, ‘চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না সোনার মজুদ বৃদ্ধি অব্যাহত রেখেছে। ফলে বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মাঝে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকবে।’
তাঁর মতে, কৌশলগত কারণেই চীনের কেন্দ্রীয় ব্যাংক সোনার মজুদ বৃদ্ধি অব্যাহত রেখেছে। তিনি জানান, বর্তমানে চীনের সরকারি রিজার্ভের প্রায় ৭ শতাংশই সোনা। চীন ধীরে ধীরে মার্কিন বন্ড কমিয়ে সোনার মজুদ বাড়াচ্ছে। বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩.২৯ ট্রিলিয়ন ডলারের, যা আগের মাসের চেয়ে ০.৭৬ শতাংশ বা ২৫.২ বিলিয়ন ডলার কম।
কনসালটেন্সি প্রতিষ্ঠান মেটালস ফোকাস জানায়, ডলারবিহীন সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো, ফলে টানা চতুর্থ বছরের মতো এ বছরও বিপুল সোনা ক্রয় করছে। সূত্র: চায়না ডেইলি, ট্রেডিং ইকোনমিকস।
বিডি প্রতিদিন/নাজিম