বাংলাদেশে একটি বিশেষ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ প্রধানসহ এবং দলটির বিরুদ্ধে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল বলে জানিয়েছেন প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস পিগোট। ১৩ মে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংকালে এক সাংবাদিকের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা কখনোই বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে আরেকটির বিরুদ্ধে যেতে সমর্থন করি না।’
থমাস পিগোট আরও বলেন, সবার জন্যেই ন্যায্য এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়াসহ আমরা অবাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি। বাংলাদেশসহ সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সবার সভাসমাবেশ আয়োজনে শ্রদ্ধাশীল হওয়ার জন্যে।