নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে চাচা ও ফুপাতো ভাইদের হামলায় আহত হওয়ার এক মাস পর সাব্বির (২৫) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার জামপুর ইউনিয়নের টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার আরজু মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, চাচা শহিদুল্লাহ ও ফুপাতো ভাই জহিরুল, এমরান, আকাশ, ইমন, ফুপু পারভিন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে সাব্বিরকে জখম করেন। আহত সাব্বির এক মাস ধরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় শুক্রবার সকালে তাকে বাড়ি আনা হয় এবং বিকালেই তিনি মারা যান। এ ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত শহিদুল্লাহ গং স্থানীয় কিছু লোক নিয়ে নিহতের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে জানাজার আয়োজন করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।