বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো বুধবার ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. তৌহিদুল ইসলামের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে এ আগ্রহের কথা জানান। ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের উচ্চ ট্যারিফ আরোপসহ বৈশ্বিক বাণিজ্যসংকট দুই দেশের জন্যই নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম বৈঠকে ট্যারিফ কমানো, এলসি জটিলতা দূরীকরণ ও বিনিয়োগ সম্প্রসারণ এ তিনটি বিষয় কেন্দ্র করে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির ধারণাপত্র তুলে ধরেন।