জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তা মেনে নেওয়া হবে না। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে। এসব কিছু প্রতিহত করে ’২৪-এর গণ অভ্যুত্থানের আকাক্সক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যাবে। গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীরশহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ’৭১ এবং ’২৪ আলাদা কিছু নয়। বরং ’২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ’৭১-এর স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। ফলে ’৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ’২৪-এ কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজের কথাই বলেছি। ফলে যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি ’২৪-এর গণ অভ্যুত্থান, ছাত্র-জনতার বিজয় প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। তিনি বলেন, আমাদের জাতীয় নাগরিক পার্টির দাবি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। আমরা মনে করি, এ পথে গেলেই গণতন্ত্রের পথে জাতির উত্তরণ ঘটবে। সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তা অবশ্যই মেনে নেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি পুরোনো সংবিধান, বন্দোবস্ত এবং ব্যবস্থা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে ফাটল ধরেছে কি না-এমন প্রশ্নের উত্তরে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা মনে করি না জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। ভিন্নমত এবং ভিন্ন লক্ষ্য থাকার পরও জাতীয় ঐক্যের যে সুযোগ ও পাটাতন তৈরি হয়েছে আমরা এখনো সে পাটাতনেই আছি। কিন্তু এখন হয়তো বিভিন্ন দলের অ্যাজেন্ডা আলাদা হচ্ছে। কিন্তু আমরা যদি ’২৪-এর গণ অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থ রক্ষা করতে চাই তাহলে আমাদের একই পাটাতনে থেকে সামনে এগোতে হবে।
শিরোনাম
- ইমনের সেঞ্চুরিতে আমিরাতের বিপক্ষে ২৭ রানে জয়ী বাংলাদেশ
- মেরাদিয়ায় হাট বসাতে দেওয়া হবে না
- ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
- কোরবানির হাট কাঁপাবে ৪০ মণ ওজনের সম্রাট
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
- বৃষ্টিতে প্লে-অফ স্বপ্ন ভেসে গেল কলকাতার
- আইসিসিবিতে শিক্ষামেলায় ব্যাপক সাড়া
- গাজায় গণহত্যার প্রতিবাদ: সিনেট থেকে হাতকড়া পরিয়ে বের করে দেওয়া হল প্রবীণ অধিকারকর্মীকে
- পাকিস্তানে হামলা নিয়ে বিভক্ত ভারতের রাজনীতি
- সাইবার নিরাপত্তা প্রদান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব
- সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান : তারেক রহমান
- গণতন্ত্রের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন : নবীউল্লাহ নবী
- ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
- সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাওয়ের ঘোষণা
- কুড়িগ্রামে আইন সহায়তা ক্যাম্পেইন ও জিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- বাড়ল সোনার দাম
- বোতলের আঘাতে প্রাণ গেল ব্রিটিশ তরুণের, জার্মান নাগরিকের ৭ বছরের কারাদণ্ড
- দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের দাসত্ব মেনে নেওয়া হবে না : মামুনুল হক
- দীর্ঘ ১৪ বছর পর প্রত্যাবর্তন অ্যাঞ্জেলিনা জোলির
- আইফোনে আবারও ব্লক ফোর্টনাইট
নাহিদ ইসলাম
সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর