রংপুরে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজীব ঘোষ।
এ সময় বক্তারা বলেন, পরিসংখ্যান সমাজ, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে বাস্তব চিত্র তুলে ধরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করে। সভায় বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানের ব্যবহার ও গুরুত্বও তুলে ধরা হয়।
রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/মাইনুল