চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ সাত দাবিতে সমাবেশ করেছে আদর্শ শিক্ষক ফেডারেশনের দিনাজপুর জেলা শাখা। সোমবার গোর-এ শহীদ বড় ময়দান কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, বোনাস ও চিকিৎসা ভাতা বাড়াতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।
সমাবেশে আদর্শ শিক্ষক ফেডারেশনের দিনাজপুর শাখার সভাপতি মো. মশিউর রহমান রাজু দ্রুত শিক্ষকদের ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে যান শিক্ষকরা।
এ সময় সেক্রেটারি প্রভাষক মুজাহিদুল ইসলাম, ড. এনামুল হক, মাে. তৈয়ব আলী, প্রভাষক মেহরাব আলী, কলেজ পরিষদের সভাপতি হাবিবুর রহমান, শিক্ষক নেতা আকমল হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/এমই