নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রিতে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি দোকানীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে রামচন্দ্রদী এলাকার কালাম মিয়ার মালিকানাধীন টেনস্টার বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রুটি, বিস্কুট সহ বিভিন্ন খাবার উৎপাদনের অভিযোগে ২৫ হাজার টাকা, মানিকপুর এলাকায় জিয়াউর রহমানের মালিকানাধীন রয়েল কনজুমার প্রোডাক্ট নামক খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা এবং গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় দেলোয়ার মিয়ার মালিকানাধীন নিউ বনফুল বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ভ্রাম্যমাণ আদালত গোপালদী বাজারে প্রবেশের সময় হোটেল-রেঁস্তোরা ও বেকারীর প্রায় শতাধিক দোকানী তাৎক্ষণিক দোকান বন্ধ করে সটকে পড়ে। এই বাজারে ভ্রাম্যমাণ আদালত নিত্যপণের দ্রব্যমূল নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সতর্ক করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করতে হবে।
বিডি প্রতিদিন/এএম