বল হাতে অনবদ্য এক বিশ্বরেকর্ড গড়লেন ফিনল্যান্ডের এক পেসার। একের পর এক বল করে এস্তোনিয়ার ব্যাটারদের সাজঘরের পথ ধরিয়েছেন মহেশ তাম্বে নামের ওই পেসার। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন মহেশ।
সংক্ষিপ্ত সংস্করণে যখন দুই-তিন উইকেট পাওয়াই কষ্টসাধ্য তখন মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী পেসারের আগে রেকর্ডটি ছিল বাহরাইনের জুনাইদ আজিজের। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন এই লেগস্পিনার।
গত ২৭ জুলাই এস্তোনিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে এই বিশ্বরেকর্ড গড়েন মহেশ। এস্তোনিয়ার বিপক্ষে ১৭তম ওভার করতে এসে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে উইকেট নেন তিনি। ১৯তম ওভারের প্রথম দুই বলে নেন বাকি দুই উইকেট। আর তাতেই প্রথম ৮ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। মহেশের রেকর্ডের দিনে জয় পেয়েছে ফিনল্যান্ডও।
প্রথমে ব্যাট করে ১৪১ রান তোলে এস্তোনিয়া। পরে লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় ফিনল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন যথারীতি ২ ওভারে ১৯ রানে ৫ উইকেট নেওয়া মহেশ। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে তিন ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে জিতেছে ফিনল্যান্ড।
বিডি প্রতিদিন/কেএ