হৃতিক রোশনের ব্লকবাস্টার ‘ওয়ার’–এর ছয় বছর পর আসছে তার বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ওয়ার টু’। এবার হৃতিকের সঙ্গে রয়েছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। আর মুক্তির আগেই ছবিটি গড়েছে এক নতুন বিশ্বরেকর্ড—ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে মুক্তি পাওয়ার নজির!
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার টু’। ছবিটি বিশ্বব্যাপী ৭,৫০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে, যা এর আগে কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। এর মাধ্যমে ছবিটি মুক্তির আগেই জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।
২০০ কোটি টাকা বাজেটের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলার প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। অয়ন মুখার্জির পরিচালনায় নির্মিত ‘ওয়ার টু’ নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।
২০২৫ সালেও হৃতিক রোশন কম কাজ করলেও তার প্রতিটি প্রজেক্ট নিয়ে দর্শকদের আগ্রহ থাকে আকাশচুম্বী। অপরদিকে, ‘ওয়ার টু’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের, যেটি সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ ভারতে আয় করেছিল প্রায় ৩০০ কোটি টাকা, আর আন্তর্জাতিকভাবে ১৭৫ কোটি টাকা—সর্বমোট ৪৭৫ কোটি। সেই ছবির উত্তরসূরি হিসেবে ‘ওয়ার টু’ যে আরও বড় কিছু নিয়ে আসছে, তা এখনই স্পষ্ট।
এই রেকর্ড এবং বিশাল স্কেল দেখে বোঝা যাচ্ছে, অগাস্টে মুক্তি পেতে যাওয়া এই সিনেমা হতে যাচ্ছে ২০২৫ সালের অন্যতম ব্লকবাস্টার হিট।
বিডি প্রতিদিন/আশিক