দুই অ্যাকশন লিজেন্ড জ্যাকি চ্যান ও অজয় দেবগণ। এবার তাদেরকে একসঙ্গে দেখা যাবে ‘ক্যারাটে কিড: লেজেন্ডস’ ছবিতে। ছবির প্রোমোশনের অংশ হিসেবে এর টিজারে তাদের মধ্যে দেখা যায় এক হালকা মেজাজে কথোপকথন, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।
সনি পিকচার্স ইন্ডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, মিস্টার হ্যান চরিত্রে ফিরছেন জ্যাকি চান। তিনি মজা করে অজয়কে বলেন, ‘তুমি লড়াই করো, আমি নাচি’ অর্থাৎ অ্যাকশন অজয় সামলালে, তিনি চান শুধুই নাচ করতে।
এমন মন্তব্যে দুই তারকাই হেসে ফেলেন এবং জ্যাকিকে বলিউডের নাচের ছন্দে হাত-পা নাড়তেও দেখা যায়। তিনি বলেন, ২০১৭ সালের ভারত-চিন যৌথ প্রযোজনার ছবি ‘কুং ফু যোগা’র কথা, যেখানে বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে ভারতীয় নাচের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা এখনও তার মনে গেঁথে রয়েছে।
অন্যদিকে, সাধারণত গম্ভীর ও রাশভারী ভাবমূর্তিতে পরিচিত অজয় দেবগণকে এই টিজারে একেবারে প্রাণবন্ত দেখা গেছে। ভক্তরা এমন অজয়কে দেখে বেশ উচ্ছ্বসিত। ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ