বলিউড অভিনেতা রাজকুমার রাও অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভুল চুক মাফ’ বক্স অফিসে ধীর গতিতে যাত্রা শুরু করলেও, তৃতীয় দিনে এসে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট স্যাচনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিন অর্থাৎ রবিবার সিনেমাটি আয় করেছে ১১ কোটি ২৫ লাখ রুপি। এর ফলে তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ রুপি।
দিনভিত্তিক আয়ের চিত্র
- প্রথম দিন (শুক্রবার): ৭ কোটি টাকা
- দ্বিতীয় দিন (শনিবার): ৯ কোটি ৫০ লাখ টাকা
- তৃতীয় দিন (রোববার): ১১ কোটি ২৫ লাখ টাকা
দর্শকসংখ্যার সময়ভেদে পরিসংখ্যান
- ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘ভুল চুক মাফ’ ছবিটি সবচেয়ে বেশি দর্শক পেয়েছে সন্ধ্যার শোগুলোতে। এই সময় অকুপেন্সি ছিল ৪৩.৯৬ শতাংশ। দুপুরে হলগুলোর অকুপেন্সি ছিল ৩৫.৫১ শতাংশ। তবে সকাল ও রাতের শোতে দর্শকসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।
আগের ছবির তুলনায় ভালো পারফরম্যান্স
‘ভুল চুক মাফ’ রাজকুমার রাওয়ের আগের ছবি ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো ব্যবসা করছে। ওই ছবিটি প্রথম দিনে ৫ কোটি ৫০ লাখ এবং দ্বিতীয় দিনে ৬ কোটি ৯০ লাখ রুপির ব্যবসা করেছিল।
অভিনয় ও প্রযোজনা
‘ভুল চুক মাফ’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি। ছবিটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস।
বিডি প্রতিদিন/আশিক