৬০ ছুঁতে আর বেশি দেরি নেই। তবু আজও বিয়ে করেননি সালমান খান। জীবনের এতগুলো বসন্ত পার করে দিয়েছেন। জীবনে এসেছে বহু প্রেম। তবু বিয়ের পিঁড়ি অবধি পৌঁছায়নি কোনো সম্পর্ক। কিন্তু কেন? এই প্রশ্নেই যখন তোলপাড় বলিউড, তখনই বেফাঁস সালমান! বলে দিলেন, এক বলিউড নায়িকার জন্যই নাকি বিয়ে করেননি তিনি। কে তিনি? দীর্ঘ দিনের প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ নাকি অন্য কেউ?
জানিয়ে রাখা যাক, ঐশ্বরিয়া-ক্যাটরিনা কেউই নন, সালমান নাকি বিয়ে করেননি রেখার জন্য! নিজের মুখে এমনটা জানিয়েছেন তিনি। সালমানের কথায়, তখন তিনি সদ্য টিনএজ। রেখা একজায়গায় যোগা শেখাতেন। রেখার প্রতি এতটাই অনুরাগ জন্মায় তার যে, আর দেরি না করে ওই ক্লাসে ভর্তি হয়ে যান সালমান।
সালমান বলেন, যোগাভ্যাসের ইচ্ছে ছিল না আমার। কিন্তু রেখাজি ছিলেন বলেই ভর্তি হয়ে যাই।
রেখাও কম যান না, সালমানের গোপন অনুরাগের কথা জানতে পেরে তিনি বলেন, সালমানের তখন ৭-৮ বছর। বাইসাইকেল করে আমার ফলো করতো ও। এমনকি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেয়, বড় হলে ও নাকি আমাকে বিয়ে করবে।
এরপরেই বোমা ফাটান সালমান। তার কথায়, এই জন্যই বোধহয় আমার বিয়েটা হলো না। রেখাও কি চুপ থাকার পাত্রী? সবাইকে চুপ করিয়ে তার জবাব, মনে হয়, আমারও এই কারণেই বিয়েটা হয়নি।
বিডি প্রতিদিন/কেএ