ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির প্রেসিডেন্ট পদে নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধ হবে বলে আমি মনে করি না। তবে তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না। ভেনেজুয়েলায় বিশেষ করে প্রেসিডেন্ট মাদুরোর দিন হাতেগোনা কি না জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, আমি বলব হ্যাঁ। আমি তাই মনে করি। ভেনেজুয়েলায় স্থল হামলার সম্ভাবনা আছে কি না এ প্রশ্নের জবাবে ট্রাম্পের জবাব, এমন হামলা চালাব কি না তা নিয়ে আমি একজন সাংবাদিকের সঙ্গে কথা না-ই বলি। ভেনেজুয়েলার উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে ট্রাম্প রবিবার বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানার কথা ভাবছেন না তিনি। -রয়টার্স
সিবিএসের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকারটি রবিবারেই প্রচারিত হয়। লাতিন আমেরিকায় মাদক পাচারের বিরুদ্ধে বিশেষ করে, ভেনেজুয়েলাকে নিশানা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান জোরদার হওয়ার মধ্যে তার এ মন্তব্য এলো। ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশ কিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে।