টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ঠাকুরগাঁওয়ের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন উপজেলায় মাঠে এখন শুধু পানিতে নুইয়ে পড়া ফসল। আধাপাকা আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে, সদ্য রোপণ করা বীজ আলু পানিতে তলিয়ে গেছে, আর আগাম শীতকালীন সবজিতে পচন ধরেছে। এতে কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। তারা বলছেন, এই ক্ষতি সামাল দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জেলার পাঁচ উপজেলায় ৯৪৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ৭৯৮ হেক্টর জমিতে আমন ধানের ক্ষতি হয়েছে। এ ছাড়া ১০৯ হেক্টর জমির আলু এবং ৪০ হেক্টর জমির শাক-সবজির ক্ষতি হয়েছে। তিন দিনে জেলায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুততার সঙ্গে জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।