ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে গতকাল অবমুক্ত হয়েছে বসুন্ধরা টিস্যু পরিবেশিত ‘মিথ্যে প্রেমের গল্প’। দয়াল সাহার চিত্রনাট্যে ও মাহমুদুর রহমান হিমির নির্মাণে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহা। নাটকটির গল্প আবর্তিত হয়েছে সাইফ ও আয়াত নামের দুই চরিত্রকে ঘিরে। সাইফ একজন সাধারণ, সৎ, নীতিবান ছেলে। ক্ষমতাবান দুর্নীতিবাজ আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে, সেখান থেকে শুরু হয় মূল গল্প। নাটকটিতে নিজের চরিত্র নিয়ে জোভান বলেন, ‘সাইফ চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম। খুব শান্ত, গম্ভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। অভিনয়ের সময় নিজেকে চরিত্রটার সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম। দর্শকরা এটা দেখলে কাঁদবেন।’ অন্যদিকে নাজনীন নীহা বলেন, ‘আয়াত চরিত্রে কাজ করা খুব আবেগঘন অভিজ্ঞতা। আমি সাধারণত রোমান্টিক ঘরানার কাজে বেশি অভ্যস্ত; কিন্তু এ ধরনের চরিত্রে সচরাচর কাজ করা হয় না। আয়াত চরিত্রটা একদিকে যেমন আবেগপ্রবণ, অন্যদিকে ভালোবাসাকে ফিরিয়ে আনার যুদ্ধে ব্যস্ত। একটা জার্নি আছে চরিত্রের মাঝে। আমি বেশ উপভোগ করেছি আয়াত চরিত্রটি।’ এই নাটক প্রসঙ্গে পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ভালোবাসা মানে কেবল প্রেম কাহিনি নয়, তাতে থাকে বিশ্বাস, আত্মত্যাগ আর একটি সময়ের পরিণতি। ‘মিথ্যে প্রেমের গল্প’ বলতে চায় সেসব মানুষের কথা, যারা ভালোবাসার জন্য সব কিছু করতে পারে, অথচ সমাজ তাদের গল্প কখনো শোনে না।’ এ সম্পর্কে রেডিও ক্যাপিটালের হেড অব অপারেশন আনোয়ারুল আলম সজল বলেন, ‘ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর নাটকের চ্যানেল ‘ক্যাপিটাল ড্রামা’তে আমরা সব সময় বিস্তৃত পরিসরে গল্প বলার চেষ্টা করব। যেগুলো নাটক নয় বরং ওয়েব ফিল্ম আকারে নির্মাণ করা হয়, তারই ধারাবাহিকতায় মিথ্যে প্রেমের গল্প একটি ভিন্নধর্মী ওয়েব ফিল্ম। আশা করি, আমাদের এই ড্রামা চ্যানেলের প্রথম কনটেন্টের মতো এটিও দর্শকপ্রিয়তা পাবে।’ সত্য, প্রেম, আত্মত্যাগ আর অপরাধবোধে গড়া এই নাটক যেন প্রশ্ন তোলে, এক জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করলেই কি সব ঠিক হয়ে যায়? উল্লেখ্য, এ নাটকের গান প্রকাশ পাবে ‘ক্যাপিটাল মিউজিক’ ইউটিউব চ্যানেলে।
শিরোনাম
- চিলির খনিতে ভূমিকম্পের পর আটকে পড়া সব শ্রমিক নিহত
- যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, নতুন বিশ্বরেকর্ড
- ইঞ্জিন বিকল, উড্ডয়নের দেড় ঘণ্টা পর জরুরি অবতরণ
- প্রথম দফাতেই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প, বাধা হয়ে দাঁড়ায় কোভিড
- সারা দেশে ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
- আল-আকসা দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- বিচার ব্যবস্থায় মধ্যস্থতার ব্যবহার বাড়াতে আইনজীবীদের প্রশিক্ষণ
- তৃতীয় পক্ষের হাতে যাচ্ছে রাষ্ট্রীয় গোপন তথ্য
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ আগস্ট)
- সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল
- ২৫ বছর পর ‘লগান’র সেই গ্রামে আমির খান
- বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করলো যুক্তরাজ্য
- ববি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন
- দিনাজপুরে মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
- মোংলায় কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
- মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল, সম্পাদক নোমান
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির বার্ষিক পিকনিক সম্পন্ন
- বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ, স্মারকলিপি
- কুলাউড়ায় সীমান্ত পেরিয়ে বিপাকে দুই কিশোর
ক্যাপিটাল ড্রামায় মিথ্যে প্রেমের গল্প
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর