যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বাম ইঞ্জিন বিকল হওয়ায় জরুরি অবতরণ করেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
জানা গেছে, ফ্লাইট ১০৮ গত ২৫ জুলাই ২১৯ যাত্রী ও ১১ জন ক্রু নিয়ে মিউনিখের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজটি ১০ হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর পর পাইলটরা বাম ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে ‘মেডে’ সিগন্যাল পাঠিয়ে জরুরি অবতরণের ঘোষণা দেন।
পাইলটরা আকাশপথ নিয়ন্ত্রণ কক্ষকে জানান, “ইঞ্জিন বিকল, বাম ইঞ্জিন বিকল, ইউনাইটেড ১০৮, জরুরি ঘোষণা করছি।” এরপর তিনবার ‘মেডে’ কল দেন। আকাশপথ নিয়ন্ত্রক সঙ্গে সঙ্গে উড়োজাহাজের জন্য ফাঁকা পথ নিশ্চিত করেন এবং ডান দিকে ঘুরে ফেরা সম্ভব কিনা জিজ্ঞাসা করেন।
ফ্লাইটটি বিকল ইঞ্জিন নিয়েই ৫ হাজার ফুট উচ্চতায় ফিরে এসে স্থানীয় সময় রাত ৮টা ৩৩ মিনিটে ডালাস বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর বিমানটিকে ফায়ার অ্যান্ড রেসকিউ টিম পরীক্ষা করে গেটে টেনে নিয়ে যায়। এতে অন্য কোনো ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেনি।
ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ফ্লাইটটি ফেরত আসে। যাত্রী ও ক্রুদের মধ্যে কেউ আহত হননি। ফ্লাইটটি পরবর্তীতে বাতিল করা হয় এবং যাত্রীদের বিকল্প ভ্রমণ ব্যবস্থা করে দেওয়া হয়।
সোর্স: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/আশিক