নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং। সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী গুরুং বিবিসি নিউজ নেপালিকে বলেন, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
তিনি বলেন, "সরকারের সিদ্ধান্ত জনগণের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে জনগণের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো নীতিগত দিক থেকে পুনর্বিবেচনা করার প্রয়োজন হয়, তাহলে আমাদের অবিচল থাকার কোনও মানে হয় না।”
তিনি জানান, যদিও তিনি সোশ্যাল মিডিয়ার উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছেন না, তবে এ বিষয়টি আলোচনায় রয়েছে।
" আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রিসভা কিছু সিদ্ধান্ত নেবে " বলেন যোগাযোগ মন্ত্রী গুরুং। কিন্তু কী ধরণের পুনর্বিবেচনা হবে তা এখনই বলার মতো অবস্থায় তিনি নেই বলে জানান। সূত্র : বিবিসি বাংলা।
বিডি-প্রতিদিন/শআ