ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মহম্মদ সিরাজ। আগস্টের সেরার লড়াইয়ে ভারতীয় পেসারের সঙ্গী আরও দুই পেসার- নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস।
গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম সোমবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের কিপার-ব্যাটার মুনিবা আলি, আয়ারল্যান্ডের অলরাউন্ডার অর্লা প্রেন্ডারগাস্ট ও নেদারল্যান্ডসের পেসার আইরিস স্ফিলিং।
মহম্মদ সিরাজ (ভারত)
ইংল্যান্ডের বিপক্ষে গত মাসে শেষ হওয়া ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক ছিলেন সিরাজ। ম্যাচের শেষ দিন সকালে ৩টি উইকেট নিয়ে দলের ৬ রানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে ৮৬ রানে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫টি উইকেট নিয়ে ‘ম্যান অব দা ম্যাচ’ হন সিরাজ। ২-২ সমতায় সিরিজ শেষ করে ভারত।
ম্যাট হেনরি (নিউ জিল্যান্ড)
জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে বল হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন হেনরি। প্রথম ম্যাচে ৯০ রানে ৯টি ও দ্বিতীয়টিতে ৫৬ রানে ৭টি উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনি। দুই ম্যাচেই বড় জয় পায় নিউ জিল্যান্ড।
জেডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ)
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান রাখেন সিলস। ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি। এর মধ্যে শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রানে ৬ উইকেট শিকার করেন ২৩ বছর বয়সী পেসার। ১৯৯১ সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় ক্যারিবিয়ানরা।
মুনিবা আলি (পাকিস্তান)
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন মুনিবা। পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই সংস্করণে সেঞ্চুরির স্বাদ পান তিনি। ম্যাচটি ৮ উইকেটে জেতে তার দল। বাঁহাতি এই ওপেনার তিন ম্যাচে ৬৬ গড়ে করেন মোট ১৩২ রান।
অর্লা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড)
২৩ বছর বয়সী এই অলরাউন্ডার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখেন। তিন ম্যাচে একটি ফিফটিতে ১৪৪ রান ও ৪টি উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনি। সেই ফর্ম পরে বয়ে নেন উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বেও। গত মাসে ৪৮.৮০ গড় ও ১২৭.০৮ স্ট্রাইক রেটে মোট ২৪৪ রান করার পাশাপাশি ৭টি উইকেট নেন প্রেন্ডারগাস্ট।
আইরিস স্ফিলিং (নেদারল্যান্ডস)
গত মাসে ছয়টি টি-টোয়েন্টিতে মোট ১০ উইকেট নেন ২৪ বছর বয়সী এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ