ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
সোমবার এই আদেশ দেন আইসিসি।
মাদকসেবনকারী ও কারবারিদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে চালানো অভিযান সম্পর্কিত অভিযোগের শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর আইসিসি’তে হাজির হওয়ার কথা ছিল দুতের্তের। মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, দুতার্তের নির্দেশে মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
তবে ৮০ বছর বয়সী দুতের্তে আদালতে উপস্থিত হওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত নয় বলে দাবি করা হয়েছে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বিচার-পূর্ব কার্যক্রমে অংশগ্রহণের জন্য দুতের্তের ফিটনেস নেই বলে আসামিপক্ষ মামলা স্থগিত রাখার অনুরোধ করেছে।
আসামিপক্ষের অনুরোধে শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তিন বিচারকের প্যানেল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে, বিচারকদের মধ্যে একজন ভিন্নমত পোষণ করেছিলেন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ