ক্যাস্পার ইউলমানকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বায়ার লেভারকুজেন। ক্লাবটিতে এরিক টেন হাগের উত্তরসূরি হিসেবে যোগ দিচ্ছেন ইউলমান।
বুন্ডেসলিগার সাবেক চ্যাম্পিয়নরা সোমবার ইউলমানকে কোচ করার কথা জানিয়েছে। ৫৩ বছর বয়সী ইউলমানের কোচিংয়ে ২০২০ ইউরোর সেমি-ফাইনালে খেলেছিল ডেনমার্ক। সেখানে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় তারা।
২০২৪ ইউরোর শেষ ষোলোয় জার্মানির বিপক্ষে ডেনমার্ক ২-০ গোলে হেরে যাওয়ার পর চার বছরের অধ্যায়ের ইতি টেনে সরে দাঁড়ান ইউলমান। ২০১৪-১৫ মৌসুমে বুন্ডেসলিগার দল মাইন্সের কোচ হিসেবে কাজ করেন ইউলমান। লম্বা বিরতির পর জার্মান ফুটবলে ফিরলেন তিনি গত মৌসুমের রানার্সআপদের কোচ হয়ে।
চলতি আসরে বুন্ডেসলিগায় মাত্র দুই ম্যাচ পরেই ছাঁটাই হন টেন হাগ। গত অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেড বরখাস্ত করার পর কাজের বাইরে ছিলেন তিনি। গত মে মাসে চাভি আলোন্সো স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদে যোগ দিলে লেভারকুজেনের ডাগআউটে আসেন টেন হাগ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ