চট্টগ্রাম নগরীর চকবাজার থানার খাজা রোডে পানি পরিশোধন কারখানার আড়ালে নকল পাওয়ার স্টিয়ারিং অয়েল তৈরির অপরাধে সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার নগরীর খাজা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টোর উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় তার সাথে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, খাজা রোড এলাকায় বিএসটিআই’র অনুমোদন ছাড়া পানি প্রক্রিয়াকরণ ও বাজারজাত করছিল সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানটি। এমনকি পানির ফ্যাক্টরির আড়ালে নিজস্ব নামে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েলও তৈরি করছিল তারা। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জয়নাব মেডিকেল হল ও জননী মেডিসিন হল নামে দুটি ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি করায় আল হাসান নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই