বিলম্বিত বিচার যে বিচারহীনতার নামান্তর-এ বিষয়ে আইনজীবী থেকে বিচারক, আদালতসংশ্লিষ্ট কারও দ্বিমত নেই। কিন্তু বিলম্বিত বিচার গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশের মানুষের নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। একাত্তর, এমনকি চব্বিশের পর বিচারে গতি আনার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে প্রতিফলন নেই। বরং জুলাই গণ অভ্যুত্থানের পর মামলাজট বৃদ্ধি পেয়েছে, একদল মতলববাজ মামলাকে ‘ব্যবসা’ হিসেবে গ্রহণ করার কারণে। ঘটনার ধারেকাছে না থাকা সত্ত্বেও ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে অর্থ আদায়ের লক্ষ্যে দায়ের করা হচ্ছে একের পর এক মামলা। আইনজীবীদের কেউ কেউ এটিকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন, এটিও একটি ওপেন সিক্রেট। সরকারও এসব অতি উৎসাহীদের কাছে অসহায় হয়ে পড়ছে। গত সাড়ে ১০ মাসে মামলা তো কমেনি বরং চলতি বছরের প্রথম তিন মাসেই জটের খাতায় নতুন করে যুক্ত হয়েছে ৫৪ হাজার মামলা। সব মিলিয়ে দেশে এখন বিচারাধীন মামলার সংখ্যা ৪৫ লাখ ৭১ হাজার ১৬৮টি। গত বছর এ সংখ্যা ছিল ৪৫ লাখ ১৭ হাজার ২০১। নিষ্পত্তির তুলনায় মামলা দায়েরের সংখ্যা বেশি হওয়ায় জট বেড়েই চলেছে। পাশাপাশি মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম থাকায় নিষ্পত্তিতে গতি আসছে না। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে মামলাজট নিরসনে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়িত হলে জট কমতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সুপ্রিম কোর্টের বিবরণী শাখার চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী এ সময়ের মধ্যে দেশে নতুন করে মামলা দায়ের হয়েছে ৪ লাখ ১২ হাজার ৮৬০টি। একই সময়ে প্রাপ্ত ও পুনর্জীবিত মামলার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮৮২। অন্যদিকে প্রথম তিন মাসে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৭৯৮টি। সোজা কথায় মামলার স্তূপ কমার বদলে বেড়েছে প্রায় ৫৪ হাজার। মামলাজট কমাতে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির পথ খোলা রাখতে হবে। সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় সরকারের যে ভূমিকা ছিল, তা আরও জোরদার করা জরুরি। পাশাপাশি ভুয়া মামলা থেকে নাগরিকদের সুরক্ষায় কী কী প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ভাবতে হবে জরুরিভাবে।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ