নির্বাচন কবে হবে- এমন প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কায় স্থবির হয়ে পড়ছে ব্যবসাবাণিজ্য। সাংবিধানিকভাবে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকলেও জাতীয় ঐকমত্য ও সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বৈধভাবে দেশ পরিচালনা করছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। যথাশিগগির নির্বাচন অনুষ্ঠানেও বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে আগামী নির্বাচন কবে হবে, তা নিয়ে সংশয় থাকায় তা বিদেশি কূটনীতিকদের মধ্যেও প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছেন বিদেশিরা। সরকারের প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা। বন্ধু দেশগুলোর প্রতিনিধিরা কোন প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে এবং এতে কোনো সহযোগিতা লাগবে কি না, তা নিয়েও কথা বলছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে বিশ্বের প্রভাবশালী প্রায় প্রতিটি রাষ্ট্রের। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ৯ মাসের মাথায় নির্বাচনের টাইমলাইন নিয়ে সংশয় তৈরি হয়েছে দেশের অভ্যন্তরেই। এ কারণেই প্রতিটি আলোচনাতেই কবে নির্বাচন হবে, তা জানতে চাইছেন বিদেশিরা। পররাষ্ট্র উপদেষ্টার বক্রোক্তি যেসব দেশে গণতন্ত্রের চর্চা নেই সেসব দেশও বাংলাদেশের নির্বাচন কবে হবে, তা জানতে চায়। অথচ সরকার নিজে থেকে বলেছে, যথাশিগগির নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা এ সরকারের অঙ্গীকার। কথায় বলে ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখে ভয়। ওয়ান-ইলেভেনের সরকারের অপতৎপরতা রাজনীতিকদের মধ্যে যে ভয় ঢুকিয়েছে, তা থেকে তারা দেড় যুগ পরও বেরিয়ে আসতে পারছেন না। একই ধরনের আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ী সমাজের মধ্যে। আস্থার সংকট কাটাতে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার কোনো বিকল্প নেই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় করতে হবে জোরালোভাবে। সাচ্চা গণতন্ত্রের স্বার্থে সব পক্ষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টিও জরুরি। নির্বাচন নিয়ে প্রশ্ন এড়ানোর সেটিই প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
- যেদিন শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান
- বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
- ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে : ধর্ম উপদেষ্টা