নির্বাচন কবে হবে- এমন প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কায় স্থবির হয়ে পড়ছে ব্যবসাবাণিজ্য। সাংবিধানিকভাবে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকলেও জাতীয় ঐকমত্য ও সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বৈধভাবে দেশ পরিচালনা করছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। যথাশিগগির নির্বাচন অনুষ্ঠানেও বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে আগামী নির্বাচন কবে হবে, তা নিয়ে সংশয় থাকায় তা বিদেশি কূটনীতিকদের মধ্যেও প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছেন বিদেশিরা। সরকারের প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা। বন্ধু দেশগুলোর প্রতিনিধিরা কোন প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে এবং এতে কোনো সহযোগিতা লাগবে কি না, তা নিয়েও কথা বলছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে বিশ্বের প্রভাবশালী প্রায় প্রতিটি রাষ্ট্রের। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ৯ মাসের মাথায় নির্বাচনের টাইমলাইন নিয়ে সংশয় তৈরি হয়েছে দেশের অভ্যন্তরেই। এ কারণেই প্রতিটি আলোচনাতেই কবে নির্বাচন হবে, তা জানতে চাইছেন বিদেশিরা। পররাষ্ট্র উপদেষ্টার বক্রোক্তি যেসব দেশে গণতন্ত্রের চর্চা নেই সেসব দেশও বাংলাদেশের নির্বাচন কবে হবে, তা জানতে চায়। অথচ সরকার নিজে থেকে বলেছে, যথাশিগগির নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা এ সরকারের অঙ্গীকার। কথায় বলে ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখে ভয়। ওয়ান-ইলেভেনের সরকারের অপতৎপরতা রাজনীতিকদের মধ্যে যে ভয় ঢুকিয়েছে, তা থেকে তারা দেড় যুগ পরও বেরিয়ে আসতে পারছেন না। একই ধরনের আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ী সমাজের মধ্যে। আস্থার সংকট কাটাতে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার কোনো বিকল্প নেই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় করতে হবে জোরালোভাবে। সাচ্চা গণতন্ত্রের স্বার্থে সব পক্ষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টিও জরুরি। নির্বাচন নিয়ে প্রশ্ন এড়ানোর সেটিই প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- পাকিস্তানের চার বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
- বন্ধ ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর
- কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহণ
- কৈফিয়ত কিংবা বাস্তবতা
- পঞ্চগড়ে রেষম চাষের প্রশিক্ষণ শুরু
- ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
- চট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্ক
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
- ‘কৃষক লিগ’ নয়, ইউরোপ জয়ের পথে পিএসজি!
- বেলকুচিতে এ্যালকোহল পানে দুজনের মৃত্যু
- বাবাকে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে পুলিশে জানালেন মেয়ে
- আবদুল হামিদের সঙ্গে আরও দেশ ছাড়লেন যারা
- ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হচ্ছেন?
- চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ
- ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা পরিহারের আহ্বান চীনা রাষ্ট্রদূতের
- ভিসি ভবনে তালা, ৪ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- টেবিলের শীর্ষে চোখ পাঞ্জাবের, টিকে থাকার লড়াইয়ে দিল্লি