উজানে অভিন্ন নদীর পানি প্রত্যাহারের প্রতিক্রিয়ায় দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে উত্তরাঞ্চলের চাষাবাদ। চৈত্রের তাপপ্রবাহ শুরু হতে না হতেই বেশির ভাগ পাম্প ও নলকূপে পানি উঠছে না। পানযোগ্য পানির অভাব দেখা দিয়েছে উত্তরাঞ্চলের সর্বত্র। গৃহস্থালিকাজে মিলছে না পর্যাপ্ত পানি। পানিসংকট ভয়াবহ আকার ধারণ করেছে ইরি-বোরো মৌসুমে। উত্তরাঞ্চলে নদনদীর অভাব নেই। কিন্তু উজান থেকে পানি প্রত্যাহারের পাশাপাশি নদনদী খনন না করায় বর্ষা মৌসুম ছাড়া অন্য সময়ে পানির অভাব প্রকট হয়ে উঠছে। মাঠঘাট চৌচির হয়ে পড়ছে পানির অভাবে। ভারতে ফারাক্কা বাঁধের প্রভাবে প্রমত্তা পদ্মা হারিয়েছে সেই চিরচেনা রূপ। পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীর আয়তন সংকীর্ণ হয়ে পড়ছে। পদ্মার বুকজুড়ে এখন ধু-ধু বালুচর। পদ্মা অববাহিকায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। বেড়েছে এ অঞ্চলের তাপমাত্রা। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৭ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে হয় ঐতিহাসিক লংমার্চ। ফারাক্কার কারসাজিতে যখন পানি দরকার হয়, তখন পানিপ্রবাহ বন্ধ করা হয়। আর যখন পানির দরকার নেই তখন বন্যার কবলে ঠেলে দেওয়া হয় বাংলাদেশকে। সে কারণে রাজশাহী এবং পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র এলাকায় শীত শেষ না হতেই পানিশূন্যতায় চৌচির হয়ে পড়েছে খালবিল, পুকুর। পান করার পানির তীব্র সংকট দেখা দেয় বিস্তীর্ণ এলাকায়। দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষসহ পশ্চিমের অন্যান্য সেচ প্রকল্পও হুমকির মুখে। পৃথিবীর কোথাও নজির নেই, পানির জন্য মানুষ আত্মহত্যা করে। অথচ উত্তরাঞ্চলে পানির জন্য কৃষকের আত্মহত্যার নজির রয়েছে। দেশের উত্তরাঞ্চল শুষ্ক মৌসুমে যে পানিসংকটের উদ্ভব হচ্ছে তা চলতে থাকলে মরুকরণের থাবা বিস্তার হতে পারে। এ সমস্যার সমাধানে বহুমুখী পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। প্রথমত উজানে পানি প্রত্যাহার যাতে না হয় তা নিশ্চিত করা দরকার। নদনদীর পানি সংরক্ষণে নদী খনন কর্মসূচি হাতে নেওয়াও জরুরি। এ কাজে নদীর ওপর নির্ভরশীল লোকজনকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পৃক্ত করতে হবে।
শিরোনাম
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
পানিসংকট
সমাধানের পথ খুঁজুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর