উজানে অভিন্ন নদীর পানি প্রত্যাহারের প্রতিক্রিয়ায় দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে উত্তরাঞ্চলের চাষাবাদ। চৈত্রের তাপপ্রবাহ শুরু হতে না হতেই বেশির ভাগ পাম্প ও নলকূপে পানি উঠছে না। পানযোগ্য পানির অভাব দেখা দিয়েছে উত্তরাঞ্চলের সর্বত্র। গৃহস্থালিকাজে মিলছে না পর্যাপ্ত পানি। পানিসংকট ভয়াবহ আকার ধারণ করেছে ইরি-বোরো মৌসুমে। উত্তরাঞ্চলে নদনদীর অভাব নেই। কিন্তু উজান থেকে পানি প্রত্যাহারের পাশাপাশি নদনদী খনন না করায় বর্ষা মৌসুম ছাড়া অন্য সময়ে পানির অভাব প্রকট হয়ে উঠছে। মাঠঘাট চৌচির হয়ে পড়ছে পানির অভাবে। ভারতে ফারাক্কা বাঁধের প্রভাবে প্রমত্তা পদ্মা হারিয়েছে সেই চিরচেনা রূপ। পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীর আয়তন সংকীর্ণ হয়ে পড়ছে। পদ্মার বুকজুড়ে এখন ধু-ধু বালুচর। পদ্মা অববাহিকায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। বেড়েছে এ অঞ্চলের তাপমাত্রা। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৭ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে হয় ঐতিহাসিক লংমার্চ। ফারাক্কার কারসাজিতে যখন পানি দরকার হয়, তখন পানিপ্রবাহ বন্ধ করা হয়। আর যখন পানির দরকার নেই তখন বন্যার কবলে ঠেলে দেওয়া হয় বাংলাদেশকে। সে কারণে রাজশাহী এবং পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র এলাকায় শীত শেষ না হতেই পানিশূন্যতায় চৌচির হয়ে পড়েছে খালবিল, পুকুর। পান করার পানির তীব্র সংকট দেখা দেয় বিস্তীর্ণ এলাকায়। দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষসহ পশ্চিমের অন্যান্য সেচ প্রকল্পও হুমকির মুখে। পৃথিবীর কোথাও নজির নেই, পানির জন্য মানুষ আত্মহত্যা করে। অথচ উত্তরাঞ্চলে পানির জন্য কৃষকের আত্মহত্যার নজির রয়েছে। দেশের উত্তরাঞ্চল শুষ্ক মৌসুমে যে পানিসংকটের উদ্ভব হচ্ছে তা চলতে থাকলে মরুকরণের থাবা বিস্তার হতে পারে। এ সমস্যার সমাধানে বহুমুখী পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। প্রথমত উজানে পানি প্রত্যাহার যাতে না হয় তা নিশ্চিত করা দরকার। নদনদীর পানি সংরক্ষণে নদী খনন কর্মসূচি হাতে নেওয়াও জরুরি। এ কাজে নদীর ওপর নির্ভরশীল লোকজনকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পৃক্ত করতে হবে।
শিরোনাম
- বায়ুদূষণে শীর্ষে ঢাকা
- দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত
- সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী
- ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরি বৈঠক
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প
- দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৫ জনকে পুলিশে দিল জনতা
- রাবিতে বঙ্গবন্ধু হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন
- কর্মচারীর কমেন্ট ঘিরে চাকরি যাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানালেন সারজিস
- শাবাবের কলকাতার নিয়োগ বাতিল, নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফেরার নির্দেশ
- দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ছে
- পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
- ক্যাম্পাসের পুকুরে ডুবে ফেনী পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
- ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর
- গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
- রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ
- যশোরে পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা
- কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য
- চীনে ভূমিধসে মৃত ২, নিখোঁজ ১৯
- নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : রিমান্ড শেষে ১০ জন কারাগারে
পানিসংকট
সমাধানের পথ খুঁজুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর