দখলদার ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এক সেনা কর্মকর্তা।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর সাবেক উপপ্রধান ও বামপন্থি রাজনীতিক ইয়াইর গোলান এই মন্তব্য করেন।
তিনি বলেন, এক সময় দক্ষিণ আফ্রিকা যেমন ছিল ইসরায়েল তেমনই এক পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে, যদি আমরা আবার একটি সুস্থ রাষ্ট্রের মতো আচরণে ফিরে না যাই।
তিনি আরও বলেন, একটি সুস্থ রাষ্ট্র বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না, মজা করে শিশুদের হত্যা করে না এবং জনসংখ্যাকে উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করে না।
তিনি ইসরায়েলের জনপ্রিয় রেডিও’র সকালের এক সংবাদ অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
তার এই মন্তব্যের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি রক্ত কলঙ্ক। কিন্তু বুধবার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও আইডিএফের চিফ অব স্টাফ মোশে বোগি ইয়ালোন আরও একধাপ এগিয়ে যান। তিনি এক্সে যুদ্ধ নিয়ে লিখেছেন, এটি কোনও শখের বিষয় নয়, বরং সরকারের নীতি। এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকা। আর এটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সূত্র: বিবিসি, এনবিসি নিউজ
বিডি প্রতিদিন/একেএ