এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে কৃতজ্ঞতায়, আনন্দে এবং দায়িত্ববোধে কেঁদেছেন এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল। এ পর্বতারোহী মনে করেন, এই আরোহণ কেবল তার একার নয়, এটি তার দেশ, তার মানুষ এবং সেই সব তরুণের, যারা আজও স্বপ্ন দেখে নিজের সীমা ভেঙে কিছু করে দেখানোর। গত সোমবার সকাল সাড়ে ৬টায় পৃথিবীর সর্বোচ্চ বিন্দু, মাউন্ট এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন বাংলাদেশের এই পর্বতারোহী। প্রতিকূল আবহাওয়া এবং শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ মোকাবিলা করে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। এটি তার কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং ‘সি টু সামিট’ নামক এক মহৎ পরিবেশ সচেতনতামূলক অভিযানের চূড়ান্ত সাফল্য। শাকিলের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, এভারেস্টের চূড়ায় তার যাত্রা মোটেই সহজ ছিল না। মাথার ওপর বিশুদ্ধ নীল আকাশের বদলে প্রকৃতি চেয়েছিল চরম পরীক্ষা। হিমালয়ের গভীরে বরফের মধ্য দিয়ে প্রতিটি পদক্ষেপে ছিল জীবন-মৃত্যুর এক সূক্ষ্ম ভারসাম্য। যমুনা নদীর খরস্রোতা ঢেউ থেকে শুরু করে খুম্বু আইসফল, লোৎসে ফেস, সাউথ কল এবং হিলারি স্টেপের মতো প্রতিটি ধাপই ছিল একেকটি মানসিক যুদ্ধক্ষেত্র। অক্সিজেনের অভাবে মাস্কবদ্ধ মুখে যখন মনে হচ্ছিল আর পেরে ওঠা যাবে না, তখন হৃদয়ে বাজতে থাকা বাংলাদেশের নাম এবং ‘সি টু সামিট’ অভিযানের অঙ্গীকারই তাকে এগিয়ে নিয়ে গেছে। শাকিলের কাছে পর্বতারোহণ নিছকই একটি অ্যাডভেঞ্চার নয়, এটি একটি দায়িত্ব, একটি প্রতিবাদ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক প্রতিজ্ঞা। তিনি সমুদ্র থেকে শুরু করে বরফাবৃত শিখরে উঠে জোর দিয়ে বলতে চেয়েছেন যে, পরিবেশ রক্ষায় আমাদের সময় এখনই। তিনি সতর্ক করেছেন, যদি আমরা আজ সচেতন না হই, কাল হয়তো কোনো এভারেস্টই থাকবে না, থাকবে না আমাদের হাঁটার মতো পথ, বাঁচার মতো বাতাস। এ ছাড়াও, শাকিল তার অভিযানের পেছনে অক্লান্ত পরিশ্রম করা সব মানুষ, যারা তাকে বিশ্বাস করেছেন এবং সাহস যুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিরোনাম
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প
- দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৫ জনকে পুলিশে দিল জনতা
- রাবিতে বঙ্গবন্ধু হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন
- কর্মচারীর কমেন্ট ঘিরে চাকরি যাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানালেন সারজিস
- শাবাবের কলকাতার নিয়োগ বাতিল, নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফেরার নির্দেশ
- দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ছে
- পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
- ক্যাম্পাসের পুকুরে ডুবে ফেনী পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
- ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর
- গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
- রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ
- যশোরে পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা
- কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য
- চীনে ভূমিধসে মৃত ২, নিখোঁজ ১৯
- নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : রিমান্ড শেষে ১০ জন কারাগারে
- আবাসিক এলাকায় ভেঙে পড়ল বিমান, ভয়াবহ অগ্নিকাণ্ড
- 'আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না'
- শতভাগ অনলাইনভিত্তিক ভূমিসেবা চালু হয়েছে : সিনিয়র সচিব
- বিশ্বজুড়ে আকাশযুদ্ধের হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে চীনের যে ড্রোন!