নাটোরের বড়াইগ্রামে ঝড়ের সময় তীব্র বাতাসে দেয়াল ভেঙে চাপা পড়ে বীথি খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথি খাতুন একই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে। সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই হালিম হোসেন জানান, সন্ধ্যার দিকে ঝড়ো বাতাস শুরু হলে বিথি খাতুন ঘরে প্রবেশের আগে প্রাচীর দেওয়ালের সাথে লাগানো ট্যাপকলে পা ধুচ্ছিল। আকস্মিক বিকট শব্দ শুনে পরিবারের লোকজন ঘরের বাইরে বের হয়ে প্রাচীর দেয়াল ভেঙে বিথি খাতুনকে চাপা পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল জানান, বাড়ীর প্রাচীর দেয়াল পুরানো এবং দুর্বল হয়ে পড়ায় ঝড়ে তা ভেঙে পড়ে এবং দেয়াল চাপায় ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/নাজিম