যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। তিনি নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, মাছের একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল। সালিশ চলাকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
নিহত তরিকুলের বন্ধু হাফিজুর জানান, মাছের ঘেরের চুক্তিপত্র করার কথা বলে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে তরিকুলকে ডেকে নিয়ে যায়। পরে তিনি ডহর মশিয়াহাটি গ্রামে গেলে দুর্বৃত্তরা তাকে তিন রাউন্ড গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
বিডি প্রতিদিন/এমআই